ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম পাতা » জাতীয় » ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


ইলিয়াস হোসাইন
বাংলার-পৃথিবীঃ  ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পলাতক আসামি ইউটিউবার ও সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের মামলায় আজ মঙ্গলবার তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। আইনজীবী শিশির মনির বিষয়টি জানিয়েছেন।

আজ মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এর আগে গত ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার আসামিরা হলেন- ইলিয়াস হোসাইন, সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার, তার ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া। আজ বাবুল আক্তার ও তার বাবাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।




আর্কাইভ